
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি ।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরিদ্র নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে গরিব দুঃস্থ অসহায় নারীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) মোঃ তামশিদ ইরাম খান।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ভেড়া বিতরণ অনুষ্ঠানে সংস্থার সভানেত্রী বাবলী আকতারের সভাপতিত্বে এবং মুশফিকুল আলম মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোবিন্দগঞ্জ এর সভাপতি মোঃ শাহ রফিকুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানে সুবিধাভোগী গরিব দুঃস্থ প্রত্যেক জন ২টি করে ২০ জন নারীকে ৪০ টি ভেড়া প্রদান করা হয়।