গোবিন্দগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠিত

মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫

 

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ উপলক্ষে এক সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোঃ শামছুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাহবুবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, যুব উন্নয়ন অফিসার সত্য রনজন সাহা, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, আব্দুর রউফ, চয়নিকা খাতুন, নিলুফার ইয়াছমিন ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পার্বতীপুর চামরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মোঃ শওকত জ্জামান প্রধান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ করেন।