গোবিন্দগঞ্জে নগদের এস, আর এর গতিরোধ করে অপহরণ ৫ঘন্টা পর উদ্ধার

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকা থেকে মোটরসাইকেল আরোহী এজেন্ট ব্যাংকিং নগদের এস,আর জামিরুল ইসলাম গতিরোধ করে মাইক্রোবাসে অপহরনের ৫ ঘন্টা পর কালাই উপজেলার ক্ষেতলাল নিচিন্তপুর এলাকা থেকে উদ্ধার হয়েছে।

তাকে বেধাড়ক মারপিট করা হয়েছে। স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস এলাকায় ওত পেতে থাকা একটি হায়েস মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে নগদ এস,আর জমিরুল ইসলামকে টার্গেট করে মোটরসাইকেল থেকে নামিয়ে নিয়ে হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে শাখাহার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ গ্রাম পুলিশ নিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে পরিষদে নিয়ে থানায় খবর দেয়।পরে পুলিশ এসে মোটর সাইকেলটি থানায় নিয়ে যায়।

পরে নগদের ডিস্টিবিউটর হাউজের লোকজন অনেক খোঁজাখুঁজি করে বিকাল ৪টার দিকে তাকে আহত অবস্থায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার ক্ষেতলাল নিচিন্তপুর একটি ফাঁকা স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনা শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।