গোবিন্দগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

 

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর পাতারে পাড়া গ্রামে নদীতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজরুল ইসলামের ১০ বছর বয়সী নাতনি আজ শুক্রবার দুপুরে তার মায়ের সঙ্গে মায়ের নানীর বাড়িতে বেড়াতে আসে। বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা শিশুটির অকাল মৃত্যুতে আহাজারি করছেন।