গোবিন্দগঞ্জে বাস চাপায় এক নারী নিহত।। সড়কে ফুটওভার ব্রীজের দাবীতে মহাসড়ক অবরোধ

সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় মরিয়ম আক্তার নামে এক নারী নিহত হয়েছে। নি’হত মরিয়ম পৌরসভার পান্তাপাড়ার সেলু শেখের মেয়ে। এ দুঘর্টনার পর ঘাতক চালক ও শঠিবাড়ি স্পেশাল বাসটিকে স্থানীয় জনতা আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এলাকাবাসী ও পুলিশ জানায়,সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে দুই ছোট্ট শিশুকে নিয়ে মরিয়ম সড়ক পারাপারের সময় দ্রুতগামী শঠিবাড়ি স্পেশাল নামক একটি যাত্রাবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী নি’হত হয়।এর আগে গত ২৬ আগস্ট সন্ধায় ওই স্থানে আরও একটি দুঘর্টনায় ঘটনাস্থলে ২জন ও হাসপাতালে একজন মারা যায়। পর পর দুটি দুঘর্টনায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিবাদে প্রায় আড়াই ঘটনা সড়ক অবরোধ করে উক্ত স্থানে সড়ক পারাপারের জন্য একটি ফুট ওভার ব্রীজের দাবী করে স্লোগান দিতে থাকে।


এখবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন,গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই সেলিম রেজা,এস আই হারুন অর রশিদ সঙ্গীয় পুলিশ ফোর্স দীর্ঘ ক্ষন বুঝিয়ে জনতাকে শান্ত করে অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করে। এরি এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে পৌঁছিলে, বিক্ষুব্ধ জনগনকে ফুট ওভার ব্রীজ ও দুঘর্টনা এড়াতে ট্রাফিক ব্যবস্থার দাবী জানান,তিনি দাবীগুলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে বিকাল ৫টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।