গোবিন্দগঞ্জে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

 

শামীম রেজা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল কাফি (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা এলাকায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন আগে কাফি মিয়ার স্ত্রী মারা গেছেন। ছেলেমেয়েরা সবাই বাইরে থাকেন। ফলে বাড়িতে তিনি একাই থাকতেন। মঙ্গলবার দুপুরে প্রতিবেশিরা তার বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পান। এতে তাদের মনে সন্দেহ বাসা বাঁধতে থাকে। পরে তারা ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এসে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ কাফি মিয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগেই তিনি মারা গেছেন। ফলে ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। দুর্গন্ধের কারনে কেউ বাড়ির ভিতরে যেতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সকল আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।