গোবিন্দগঞ্জে র‍‍্যাবের অভিযানে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি সহ ৩জন গ্রেফতার

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিনাজপুর,সিটিসি র‍‍্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৩৭কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। এঘটনায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান(৩৫) ও একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া(৩০) ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)কে গ্রেফতার করে।
র‍‍্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরিক্ষা করে এটি প্রাথমিক ভাবে আসল কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা- নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।