
শামীম রেজা, গোবিন্দগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি।।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমন উপজেলার সাপমারা ইউনিয়নের ইসলাম পুর মাঠের পার গ্রামের আবুল কালামের ছেলে।
সুমনের পিতা আবুল কালাম জানান, সুমন মাদকে আসক্ত ছিল। স্থানীয়রা আরও জানায়, মৃত সুমন মাদকের আসক্ত ছিল,প্রায়ই চুয়ানি মদ খেয়ে মাতলামি করতো।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম জানান, মৃ’ত সুমন মিয়া মৃগী রোগী ও সে নেশার সাথে জড়িত ছিল।স্থানীরা ধারনা করছে সে ডোবায় পড়ে মারা গেছে। তার পরেও মৃত্যুর সঠিক কারন নির্নযে তার ম’রদেহ পোস্ট মর্টেমের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হচ্ছে।