গোবিন্দগঞ্জে ৪কেজি গাঁজাসহমাদক কারবারি গ্রেফতার

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

শামীম রেজা, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মমিনুল ইসলাম এর নেতৃত্বে থানার একটি টিম রাত্রীকালিন মোবাইল-১ ডিউটি করাকালিন গোবিন্দগঞ্জ থানাধীন পূর্ব চারমাথা মোড়ে বনফুল হোটেলের সামনে,আজ সোমবার ভোর রাতে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর চেকিং তল্লাশি কালে তয়েজ এন্টারপ্রাইজ এর একটি যাত্রীবাহী বাসে চেকিং করাকালে বাসের ভিতর বাম পার্শ্বে সিটে বসা যাত্রী আল আমিনের দেহ তল্লাশী করিয়া তাহার দুই পায়ের উরুর উপরে নীল ও কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর হইতে কাল পলিথিনে মোড়ানো মোট ০৪ (চার) কেজি অবৈধ মাদবদ্ৰব্য শুকনা গাঁজা উদ্ধার করে।এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।