
শামীম রেজা গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য আউটসোর্সিং পদ্ধতিতে ৪টি পদে ১২ জনকে অস্থায়ী ভিত্তিতে ৫ বছর মেয়াদে জনবল নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে পৌরসভার সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফুর রহমান, আকাশ হিমেল ছাত্র প্রতিনিধি মাকসুদ রহমান।
মানববন্ধনে বক্তারা জানান, ৭ মাস আগে গত ১২ ফেব্রুয়ারি একটি আঞ্চলিক সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পৌর কর্তৃপক্ষ। এতে ২০ জন চাকুরী প্রত্যাশী আবেদন করলে গোপনে ৪ জনকে বাদ দিয়ে ১৬ জনকে নিয়ে ১৪ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে। অবিলম্বে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবী জানান তারা।