দিলীপ কুমার দাস ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা দেখতে যাওযার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সেই সময় আহত হয়েছেন আরও ছয়জন। গৌরীপুরের সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের বেলতলী এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেলতলী গ্রামের শামছুল হক ফকির (৪৮), হুমায়ূন (২৫) ও রুবেল মিয়া (৩০)। এসময় আহত হয়েছেন- বাদশা মিয়া (২২), কালাচাঁন (২৭), সাইদুল মিয়া (৩৫) দুদু মিয়া (৪০), ইমন (২৬) ও জামাল (৪০)
বেলতলী গ্রামের এডভোকেট জাহাঙ্গীর আলম জানান- অগ্নিকান্ডের খবরে ঐ রাতে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে এ গ্রামের কয়েকজন ঘটনাস্থলে যাচ্ছিলেন। তখন গৌরীপুরের সীমান্তবর্তী এলাকা ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে বেলতলী চরপাড়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- সড়ক দূর্ঘটনার বিষয়টি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দেখছেন। তবে ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।