দিলীপ কুমার দাস।।
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন এ্যাডরা বাংলাদেশ ( কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট ) গৌরীপুর ময়মনসিংহ।
রবিবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনে এ্যাডরা বাংলাদেশ গৌরীপুর এর পক্ষ থেকে অংশগ্রহন করেন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার যোয়েল শিকদার, সুপার ভাইজার সোহেল রানা, ট্রেইনার নাসরিন আক্তার, ( এমআইএস) সঞ্জীব সরকার, ( সিডিও ) শিখা দেবনাথ, ( সিডিও) হাওয়া আক্তার, ( সিডিও ) শিরিনা আক্তার, ( সিডিও) হাফিজা আক্তার, ( সিডিও ) লাজিতা চাম্বুগং, ( সিডিও ) সুমাইয়া আক্তার, ( সিডব্লিউ ) জান্নাতুল ইসলাম, ( সিডব্লিউ ) ফাহিমা খাতুন ও ( সিডব্লিউ ) দিপালী দাস স ( সিডব্লিউ) তানিয়া আক্তার, ( সিডব্লিউ ) সিমা আক্তার, ( সিডব্লিউ)
সোমা দে ও অফিস সহায়ক যোয়েল সরকার প্রমুখ।
যোয়েল শিকদার বলেন, বঙ্গবন্ধু থেকে জাতির জনক। জাতির জনক হয়ে ওঠার পেছনেও রয়েছে হাজারো ত্যাগ-তিতিক্ষার গল্প। এই দিনে যার জন্মের মধ্য দিয়ে যেন এসেছিল শোষিত বাঙালি জাতির মুক্তির বার্তা। আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর হাত ধরে।’