দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী আল- সুরেশ্বরীর নূর মহল দরবার শরিফে শুক্রবার (২০ ডিসেম্বর) বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান পূর্ব সময় থেকে নূর মহল সুরেশ্বর দরবার শরীফে ওরস মোবারক উদযাপনের প্রস্ততি নেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে দরবার শরীফে আগত ধর্মপ্রাণ মুসলমানদের আপ্যায়নের সুবিধার্থে সুরেস্বর ভক্তগণ সবধরনের ব্যবস্থা সম্পন্ন করেন। সারারাত ব্যাপী মিলাদ, জিকির, ইসলামী গান-গজল, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ওরস মোবারক আখেরী মোনাজাত এর মাধ্যমে শেষ হয় হবে জানিয়েছেন ভক্ত ও আশেকানগণ।
সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী আল- সুরেশ্বরী মহান সুরেশ্বর দরবার শরীফের আওলাদ অনুসারী বলেন, প্রতি বছরই নির্দিষ্ট দিনে উক্ত ওরস মোবারক উদযাপিত হয়ে থাকে। দরবারে উপস্থিত সকলকে উক্ত দরবার
শরিফের পক্ষ থেকে তবারকের মাধ্যমে আপ্যায়ন করা হয়। এসময় দূরদূরান্ত থেকে দরবার শরীফে আগত ধর্মপ্রাণ মুসলমানদের ভীড়ে উপস্থিত ছিলেন ছিলেন বাংলা ৫২ নিউজের ব্যুরো প্রধান দিলীপ কুমার দাস, আজকের ঢাকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল আলম ও গোমতী টিভির জেলা প্রতিনিধি মো. মাসুদ আলম ভূঞা সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।