
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ( ১৭ অক্টোবর )
উপজেলার ৩ নং অচিন্তপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১৪৮, ময়মনসিংহ – ৩
গৌরীপুর আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাবেক সিনিয় সহ-সভাপতি ,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য,গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ আব্দুস সেলিমের উদ্যোগে শাহগঞ্জ বাজারের শহর বানু বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে যতঃ সামান্য ওষুধ পত্রসহ চিকিৎসা প্রদান করেন ঢাকা থেকে আগত ডাঃ মোঃ আব্দুস সেলিমসহ ২১ জন নারী পুরুষ চিকিৎসকবৃন্দ। মেডিকেল ক্যাম্প শুরু হয় সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত। মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসার কাজে প্রধান স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন সংগীত শিল্পী আব্দুল হান্নান জনি ও তাঁর সহযোগীবৃন্দ। এটি পরিচালনা করেন এসিআই ওষুধ কোম্পানির জেনারেল ম্যানেজার আবু বাসিত কাজল। এসময় গৌরীপুর বিশিষ্ট চিকিৎসক ও গরিবের ডাক্তার মরহুম আব্দুল মান্নানের পুত্র আব্দুল মোমেনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এতে শহর বানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল হক মেডিকেল ক্যাম্পের শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ ডাক্তারগনের সেবামুলক বিষয়ের দিকে বিশেষ গুরুত্ব আরোপ করেন। সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়টি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ কর্মীদের ভিডিও ধারণ ও রোগীদের কক্ষে প্রবেশ করতে দেখা যায়।