দিলীপ কুমার দাস,ব্যুরো প্রধান।।
ময়মনসিংহের গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্থানীয় ১৫ জনকে গুণী সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. শাহজাহান কবির হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান, সেক্রেটারি আবু ইউসুফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান আলী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, এনসিপির ময়মনসিংহ জেলা শাখার সদস্য তারিক হোসেন, ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি বেগ ফারুক আহাম্মদ, প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সদস্য সচিব হুমায়ূন কবির, সাংবাদিক কামাল উদ্দিন,শহীদ যুবায়ের পিতা উদ্দিন প্রমুখ।
বিভিন্ন ক্যাটাগরিতে যাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে- বিশিষ্ট চক্ষু চিকিৎসক একে এম এ মুকতাদির, ডা. আব্দুল মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল, আব্দুল হান্নান, জুলাই আন্দোলনে শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব, বিপ্লব হাসান, জুবায়ের আহমেদ এর পরিবার, বিশিষ্ট লেখক আজম জহিরুল ইসলাম (মরণোত্তর), সাংবাদিক কাজী এম এ মোনায়েম (মরণোত্তর), গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই, সাংবাদিক মো. রইছ উদ্দিন, হুমায়ুন কবির, শামীম খান, হলি সিয়াম শ্রাবণ, হারুন মিয়া।
সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটা এবং অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।