দিলীপ কুমার দাস,ব্যুরো প্রধান।।
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার ( ২৪ ডিসেম্বর )
সকাল এগারটায় প্রতিষ্ঠানের মাঠে অধ্যক্ষ সিদ্দিক আহাম্মদের সভাপতিত্বে এবং গনিতের ( ইন্সট্রাক্টর) মাসুদুল আলমের সঞ্চাচলায় লটারির ড্র অনুষ্ঠানের উদ্বোধন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা।
এসময় আরও উপস্থিত ছিলেন ইলেট্টিক্যালের ( চিফ ইনঃ) আরিফুর রহমান, সিসিএম এর ( সিআই ) লতিফুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আবুল কালাম আজাদ, ক্রাফট এর ( ইনঃ) জাকির হোসেন, বাংলা বিভাগের ( ইনঃ)
রাকিবুল হাসান ও মসজিদের ঈমাম মোঃ মাঈন উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত হয়ে লটারির ড্র অনুষ্ঠান উপভোগ করেন। নবম এবং ষষ্ঠ শ্রেণীতে দুই শিফটে সর্বমোট ৩২০ জন শুধু লটারিতে যাদের রোল এসেছে তাদের ভর্তি করা হবে বলে জানানো হয়েছে।