
দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক।।
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ( ১৮ মার্চ ) রাত ১১ টায় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে অনুষ্ঠিত ৫৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ আলী আকবর আনিস। তিনি পুরো মন্দির আঙ্গিনা ঘুরে ঘুরে উপস্থিত হরিনাম পিপাসু ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়সহ সকলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং প্রসাদ গ্রহন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য যে, গোবিন্দ জিউর মন্দিরে ৫৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে বিএনপি নেতা আলী আকবর আনিসের আগমণে মন্দিরের সভাপতি বাবু অরুণ চন্দ্র সাহা ও স্বপন কুমার এস সন্তোষ্টি প্রকাশ করেন এবং আবারও অনুষ্ঠান শেষ হওয়ার আগে তাকে মন্দিরে আসার জন্য আগাম আমন্ত্রণ জানান। মন্দিরের কল্যাণার্থে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।