জাতির সংবাদ ডটকম।।
আজ রাজধানীর চক বাজার এলাকায় চক বাজার থানা বিএনপির উদ্যোগে সাশ্রয়ী বাজার উদ্বোধন করেন ঢাকা কলেজের ভিপি ও বিএনপির যুব বিষয় সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ তিনি বলেন ট্রেজিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির মতো স্বল্প মূল্য বিক্রি করছি আলু ৪০ টাকা পেয়াজ ৭০ টাকা শাক পাচঁ টাকা মুঠো এরকম অনেক নিত্যপূর্ণ জিনিস আমরা স্বল্পমূল্যে বিক্রি করছে আমি চাই আমার মতো সকলেই ভাবে সাধারণ মানুষের পাশে এগিয়ে আসুক এত আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার পারভেজ বাদল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।