চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা প‌রিবা‌রের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

 

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও হাজী চাঁন্দ আলী ফাউন্ডেশনের সহযোগিতায় ১২ জানুয়ারি, সোমবার, বিকাল ৪ টায় নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ মুক্তিযোদ্ধা কলোনীতে বীর মুক্তিযোদ্ধা প‌রিবা‌রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপ‌তি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আলী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাদুল হক, বীর মুক্তিযোদ্ধ বি কম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম লেয়াকত হোসেন, সাংবাদিক নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মো. মুজিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের জীবনজয়ী যুদ্ধের কারণে আজকের বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাস ও বাংলাদেশ যতদিন থাকবে, তাঁদের অবদান ও কীর্তি অক্ষয়-অমর হয়ে থাকবে। বীর মুক্তিযোদ্ধারা সহযোগিতা-সম্মান জানাতে পেরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন গর্বিত।

আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদসদের হাতে কম্বল তুলেদেন।