জাতির সংবাদ ডটকম।।
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে জামালপুর জেলায় শহীদ পরিবারের স্বজনদের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর ২০২৪) দুপুরে সতেরো টি শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের বিএনপির কোষাধ্যক্ষ ও “আমরা বিএনপি পরিবার”- এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।
জামালপুর জেলার শফি মিয়া বাজার সংলগ্ন ফুলবাড়িয়া ঈদ গাহ মাঠে সংশ্লিষ্ট শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার”- এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ছাত্রদল নেতা মিসবাহ প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— জামালপুর জেলা বিএনপি সভাপতি মো: ফরিদুল কবীর তালুকদার শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, ময়মনসিংহ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. শাহ ওয়ারেস মামুন সহ জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।