আসলাম ইকবালঃ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি’র আয়োজনে গত ৪ মার্চ মগবাজারস্থ এক রেস্টুরেন্টে দুপুর ১২ টায় সঙবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন, প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, লায়ন্স সিনেমার চেয়ারম্যান মির্জা আব্দুল খালেক, সমিতর সাধারন সম্পাদক আওলাদ হোসেন, সহ-সাধারন সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট, সাংস্কৃতিক, সমাজকল্যান ও আইন সম্পাদক আব.এম ইউনুস রুবেল, (মধুবন সিমেনা)। সম্মেলনে সিনেমাহল মালিকদের বর্তমান পরিস্থিতি ও নানান সমস্যা নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারন সম্পাদক আওলাদ হোসেন। ইতিমধ্যে নায়ক আলমগীর এর নেতৃত্বে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের যৌথ ফোরাম, ‘সম্মিলিত চলচ্চিত্র পরিষদ’ গঠিত হয় এবং উক্ত পরিষদের ব্যানারে প্রযোজক, পরিচালক এবং শিল্পী সমিতির নেতৃবৃন্দ মিলে বছরে ১০টি ভারতীয় হিন্দি সিনেমা আমদানির ক্ষেত্রে অনাপত্তি জানিয়ে লিখিত প্রস্তাবনা নিয়ে তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করে জমা দেন। আরো বলেন আমরা নিশ্চিত হই যে, এখন হিন্দি ছবি আমদানির বিদ্যমান বাধা দূরীভূতো হলো। কিন্তু শাহরুখ খান অভিনিত পাঠান ছবি আমদানির বিষয়ে যে জটিলতা সৃষ্টি করা হয়েছে তার নিরসনে সিমিতির পক্ষ থেকে মাননীয মন্ত্রী বরাবরে একটি আবেদন পেশ করা হয়। পেশ করার পর প্রায় প্রতিদিনই মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করা হয় কিন্তু কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না। ছবি আমদানির বিষয়ে অনুমতি দানের বিষয়ে মন্ত্রণালয়ের নেতিবাচক চিঠির কোন ব্যাখ্যাও দেয়া হচ্ছে না বলে নেতারা জানান। সিনেমা হল মালিকরা এই হতাশাজনক পরিস্থিতিতে যে কোন দিন সিনেমাহল বন্ধ করে দিতে পারেন বলে জানান।