চাঁদাবাজ চক্রের চার জনকে আটক করেছে মিরপুর মডেল থানা

শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

 

 

ফয়সাল জুবায়ের।

মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে চাঁদাদাবী করা,সরকারী কাজে বাধাদান,মারপিট করে সাধারন জখম ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মিরপুর মডেল থানায় গত ১৫/০১/২৫ ইং তারিখে ইন্জিনিয়ার রাশেদ আহসান,নির্বাহী প্রকৌশলী, মিরপুর গণপূর্ত বিভাগ ও ঠিকাদার মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

তারই ধারাবাহিকতা অদ্য ১৬/০১/২০২৫ ইং সময় ১৫.৩০ ঘটিকার সময় মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাজ্জাদ রোমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মিরপুর মডেল থানার টিম। মিরপুর মডেল থানাধীন পাইকপাড়া এলাকা হইতে ১। আলআমিন (৩২) ২। মোঃ মাসুদ ওরফে মাসুম(৩৫) ৩। স্বপন (৩৬) ৪। রাজিব (৩২) নামক (চার) জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত )সাজ্জাদ রোমন এর সাথে কথা বলতে গেলে তিনি দৈনিক জাতির সংবাদকে জানান গত ১৫/০১/২০২৫ ইং তারিখে ইঞ্জনিয়ার রাশেদ আহসান ও ঠিকাধারের পক্ষে হানিফ আসেন আমার কাছে তাঁদের পুরো বিষয়টা শুনে ও পর্যালোচনা করে আমরা একটা মামলা নেই এবং তাদেরকে নির্ভয় তাঁদের সাইডের কাজ চালিয়ে যাওয়া আস্বস্ত করি। আজকে গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি চাঁদাবাজদের কিছু সদস্য ঘটনা স্থলে ঘুরা-ফেরা করছে,এই সংবাদ পাওয়া মাত্র আমরা দ্রুত অভিযানে যাই।

গিয়ে চারজনকে ধরতে পেরেছি।এই মামলায় থাকা আরও আসামীদের দ্রুত আইনের আওতায় আনতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই সকল আসামীদের মদদ দাতা কে বা কারা তাঁদের কে বের করার চেষ্টা করছি।তিনি আরও বলেন মিরপুর মডেল থানাধীন সকল নাগরিকের জান মালের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।