চাঁদা না দেওয়ায় সাংবাদিকের হাত ভেঙে দিল সন্ত্রাসীরা, থানায় মামলা

শনিবার, মার্চ ১, ২০২৫

নোয়াখালী থেকে আব্দুল বাসেদ:

দাবিকৃত চাঁদা না দেওয়ায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সন্ত্রাসী হামলা চালিয়ে দৈনিক লাখোকন্ঠের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ তসলিম হোসেনের হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

 

শনিবার (১ মার্চ) দুপুর ২টায় এ ঘটনায় আহত সাংবাদিক তছলিম হোসেন চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি মামলা করেন।

 

এরআগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিনটন মসজিদ মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলার সন্ত্রাসীরা গুরুতর ওই সাংবাদিককে কয়েক ঘন্টা আটকে রাখে।

 

আহত সাংবাদিক তসলিম হোসেন জেলার হাতিয়ার উপজেলার বাসিন্দা। তিনি গত ৬ বছর ধরে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

 

হামলার শিকার সাংবাদিক তসলিম হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে নোয়াখালী পৌর বাজারে যাওয়ার পথে বার্লিনটন মোড়ে স্থানীয় লন্ড্রি আনিস তার সহযোগীদের নিয়ে আমাকে আটক করে। একপর্যায়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকার করায় আমার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আমার বাম হাতের হাড় ভেঙ্গে যায় এবং বাম চোখে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হই।

 

পরে স্থানীয় এলাকাবাসী তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে নোয়াখালী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে আমি হাসপাতালে ৬ নং ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় আমি স্থানীয় প্রশাসনের কাছে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুবিচার প্রার্থনা করছি।

 

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।

 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শনিবার দুপুরে সাংবাদিক তছলিম হোসেন সন্ত্রাসী হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।