
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন, জেলা বিএনপির সদস্য আব্দুর সালাম, ঝিলিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন