চারটি উপজেলায় কয়েক হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. জাহিদ

শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:
ঘোড়াঘাট ও হাকিমপুর সহ চারটি উপজেলায় কয়েক হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. জাহিদ

দিনাজপুরের ঘোড়াঘাট, হাকিমপুর , নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন এই জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোড়াঘাটে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও হাকিমপুর ডিগ্রী কলেজ , নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অর্থের অভাবে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, সেইসব মানুষের জন্য এই উদ্যোগটি ব্যাপক ফলপ্রসূ হয়েছে।ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি, হৃদরোগ, অর্থোপেডিক, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন বিভাগে রোগীদের সেবা প্রদান করেন। ঘোড়াঘাট উপজেলায় ৪ হাজার, হাকিমপুর উপজেলায় ৪ হাজার, বিরামপুর উপজেলায় ২ হাজার , নবাবগঞ্জ উপজেলায় ৫ হাজার রোগীকে চিকিৎসা প্রদান করেন। ৪টি উপজেলা মিলে প্রায় ২০০ জন চিকিৎসক, ৭০ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন।

দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ডা. এ জেড এম জাহিদ হোসেনের এই ধরনের জনসেবামূলক উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ সময় ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ৪টি উপজেলায় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং সাধারণ রোগীদের সাথে কথা বলেন তাদের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,আগামী ২২ শে নভেম্বর, ২৮ শে নভেম্বর তার পরেও এই মেডিকেল ক্যাম্পগুলো চলমান থাকবে, আমি সব সময় আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ।