জাতির সংবাদ ডটকম : চাল, ডাল, তেল, পিয়াজ, চিনিসহ নিত্যপণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে নিত্যপণ্যসামগ্রীর মূল্য জনগণের ক্রয়ক্ষমতায় নিয়ে না আসলে ‘‘বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীর অপসারণ’’ দাবি করেন।
২৬ আগষ্ট ২০২৩ শনিবার দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামেন এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ।
এম আবদুল্লাহ বলেন, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রীকে অপসারণ, সিন্ডিকেট-মজুতদারদের বিচার করতে হবে।অবিলম্বে নিত্যপণ্যের সামগ্রী জনগণের ক্রয়ক্ষমতা নিয়ে না আসলে রাজনৈতিক দলগুলোর এক দফা আন্দোলনে পেশাজীবী সাংবাদিক মানবাধিারকর্মীসহ সকল দল মতের মানুষকে সাথে নিযে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে।
বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম নিয়ে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। এ নিয়ে ক্রেতাসাধারণের ক্ষোভ ও অভিযোগ থাকলেও বাজারে স্থিতিশীলতা ফিরছে না। এ অবস্থায় ঊর্ধ্বমূল্যের বাজারে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন দেশের ৯০ ভাগ মানুষ।
বক্তারা বলেন, অবিলম্বে নিত্যপণ্যসামগ্রীর মূল্য জনগণের ক্রয়ক্ষমতায় নিয়ে না আসলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজে’র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসীম উদ্দিন, ডিইউজে’র নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সফী, বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির সহ-সভাপতি শফিকুল ইসলাম, মহানগর ইউনিটের যুগ্মসম্পাদক লোকমান হোসেন ও মহানগর ইউনিটের মহিলা সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, এডভোকেট জাকির হোসেন, ডিইউজে’র সদস্য তালুকদার বেলাল, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এ আলমগীর, সাংবাদিক ও মানবাধিকারকর্মী নাদীম মাহমুদ, মুক্তির চেতনায় বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ, সংগঠনের সদস্য খোরশেদ আলম, বাদল চৌধুরী, রাসেল আহমেদ, শাবনাজ আক্তার সানু, বদরুল আলম চৌধুরী, মোঃ মতিউর রহমান সরদার, শারুক আহমেদ ফারুক প্রমুখ।