চুনারুঘাটে বিজিবি’র অভিযানে ১ মণ ভারতীয় গাঁজা উদ্ধার

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে মালিক বিহীন ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) সকাল সোয়া ১০ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ চুনারুঘাট সাতছড়ি বিওপি’র একটি টহল দল এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

বুধবার (২২ জানুয়ারী )রাত ৯ টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। চোরাচালান কারবারীরা বিজিবি টহল দলের টের পেয়ে পালিয়ে যায়।এসময় অবৈধভাবে চোরাচালানকৃত মালিকবিহীন ৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। আটককৃত মাদক দ্রব্য সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুনারুঘাট জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল উপরোক্ত সংবাদ নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।