জহিরুল ইসলাম সুমন :
ভারতীয় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বন্যায় চৌদ্দগ্রাম উপজেলা ১ টি পৌরসভাসহ ১৩ টি ইউনিয়ন প্লাবিত। নারী পুরুষ শিশুসহ লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে মানবতার জীবন যাপন করছেন।বন্যার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে ক্ষতি গ্রস্হদের সহযোগিতা করে আসছে । এরই ধারাবাহিকতায় ২৫ শে আগষ্ট আলকরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে গ্রস্হদের মাথে ত্রান সামগ্রী উপহার প্রধান করা হয়েছে । এই সময় প্রধান অতিথি হিসাবে উপ্হিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মো : তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাহফুজুর রহমান । উপজেলা সেক্রেটারি বেলাল হোসেন । সাবেক উপজেলা আমীর সাহাব উদ্দিন । সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের ছোট ভাই সৈয়দ একরামুল হক হারুন ও সৈয়দ মহি উদ্দিন ।। পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম। জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়ন আমীর কুতুব উদ্দিন ।। সেক্রেটারী আবু নাচের । শ্রমিক কল্যান ফেডারেশন আলকরা ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম রাসেল।। যুব ফোরাম সভাপতি মনির আহমেদ মানিক। ৭ নং ওয়াড় সভাপতি আলা উদ্দিন মিশাদ। শিবিরের আলকরা ইউনিয়ন সাবেক সভাপতি মজিবুল ইসলাম । জামায়াতে ইসলামীর সাবেক আলকরা ইউনিয়ন সভাপতি এটিএম মাছুম।। সাংবাদিক নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ( বিএফ ইউজে) কাউন্সিলর এ এফ এম রাসেল পাটোয়ারী। আলকরা ইউনিয়ন শিবির পশ্চিম শাখা সভাপতি আবু জাফর মো: রাফি। পূর্ব শাখা সভাপতি আব্দর রহমান আল আবিরসহ ত্রান সামগ্রী উপহার নিতে আসা শতশত জনতা।
ত্রাণ উপহার প্রদান কালে প্রধান অতিথি জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মো : তাহের বলেন , টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে এবং ভারত থেকে আসা পানিয়ে লংগদু, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই। বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘সারাদেশে চলমান পরিস্থিতিতে গরীব অসহায় দুস্থ মানুষের কল্যানের কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকেও উত্তর ইয়ারাংছড়ি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি আগামীতে যে কোন পরিস্থিতিতে মানুষের কল্যানে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী ।