ছাত্র-জনতার আন্দোলনে হামলার নায়ক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা হয়নি

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪

মোহাম্মদ ইসমাইল হোসেন ।।

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্র-জনতা এমনকি ছাত্রীদের উপর পৈশাচিক হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ঢাকা শহরের আওয়ামী সমর্থিত বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। এর মধ্যে শীর্ষে ছিলেন কামরাঙ্গীরচরের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

 

জানা যায়, তিনি বিভিন্ন দেশী-বিদেশী অস্ত্রে সজ্জিত তার বাহিনীকে পাঠাতেন যেসব পয়েন্টে আন্দোলনরত ছাত্র-জনতা জমায়েত হতেন, সেসব স্থানে এই মোহাম্মদ হোসেন বাহিনী গিয়ে ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং লাঠি সোটা নিয়ে বেদম প্রহার করতেন। তাদের গুলী বর্ষণ ও প্রহারে অনেক আন্দোলনকারী প্রাণ হারায়।

 

কিন্তু আজ পর্যন্ত কোন ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়নি। যথারীতি ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের বিরুদ্ধেও কোন মামলা হয়নি।

 

এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কামরাঙ্গীরচর থানায় ফোন করা হলে ওসি তদন্ত জানান, আমার জানামতে মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

 

উল্লেখ্য ৫ আগষ্টে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের চুড়ান্ত পতনের পূর্ন মুহুর্তে সকাল ১০টায় ছাত্র-জনতার উদ্দেশ্যে ট্রাক ভর্তি কর।