ছিখটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

 

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছিখটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব ও আলহাজ্ব হোসনেয়ারা আজহার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জিএম আহসান উল্লাহ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য শামছুল আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার উল্ল্যাহ, অহিদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন, ছাত্রনেতা সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা খাদিজ আক্তার, যুবনেতা মোর্শেদ আলম, আব্দুল আউয়াল মাসুদ, ফারুক হোসেন মিলন, জসিম উদ্দিনসহ প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের চোট একটা গ্রাম তারপরও আমরা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়েছি, সকলে শিক্ষার্থী দিয়ে ও সব ধরনের সহযোগিতা করে বিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। অভিভাবকগণ বিশেষ করে মায়েরা সচেতন হতে হবে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে, বাচ্চাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন মেনে চালাতে পারলে তাদের থেকে ভালো ফলাফল আশা করা যাবে। আগের মতো কারিকুলাম থাকবে না সামনে নতুন কারিকুলাম আসবে। শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নবান হতে হবে। ভালো ফলাফলের জন্য ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনের সমন্বয়ে এগিয়ে যেতে হবে।

প্রধান অতিথি শিক্ষার মানোন্নয়নে অত্র গ্রামের ৬ জন শিক্ষক যারা বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেন তাদের পরামর্শ নেওয়ার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান।

অনুষ্ঠানে আলহাজ্ব হোসনেয়ারা আজহার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণীতে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়, এছাড়াও সকল শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।