জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ

রবিবার, মার্চ ২, ২০২৫

ক্রীড়া ডেস্ক: আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে লড়াই করে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দলের নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন খেলোয়াড় ছাড়া খেলেছে পিটার বাটলারের দল। ভালো খেলার পরও প্রথম ম্যাচের ৩-১ গোলে হার পীড়া দিচ্ছে নতুন অধিনায়ক আফঈদা খন্দকারের দলকে। দ্বিতীয় ও শেষ ম্যাচে ভালো ফল নিয়ে মাঠ ছাড়তে চান মেয়েরা।

আরব আমিরাতে গতকালই প্রথম রোজা হয়ে গেছে। দলের সূত্রে জানা যায়, কোনো ফুটবলার রোজা রাখুক না রাখুক তাদের জন্য সেহরি এবং ইফতারের ব্যবস্থা ছিল। গতকাল সন্ধ্যায় হোটেলে ইফতার সেরে অনুশীলনে গেছে ফুটবল দল। রাতে বাংলাদেশ সময় সাড়ে ১১টায় অনুশীলন শেষ হয়। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আরব আমিরাতের বিপক্ষে আফঈদাদের ম্যাচ। প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে খেলা।

বাংলাদেশের নারী ফুটবলারদের কাছে কাগজে-কলমে আজকের ম্যাচটির গুরুত্ব না থাকলেও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ। সান্ত্বনার ম্যাচ হিসেবেও জয় নিয়ে ফিরতে চান খেলোয়াড়রা। প্রথম ম্যাচটা যেমনই হোক, আজকের ম্যাচ থেকে খুঁজে বের করতে চান-তারা কতোটা উন্নতি করেছেন। বাংলাদেশের বর্তমান দলটা একেবারেই নতুন। আগামীর বাংলাদেশের কথা ভাবনায় রেখে নতুন দলটি গড়ে তোলার চেষ্টা করছে। সাবিনা খাতুন, কৃষ্ণা, মারিয়া, মনিকা, তহুরা, সানজিদা, শামসুন নাহার, শিউলী, মাসুরা, নীলা, ঋতুপর্না চাকমার মতো ফুটবলাররা এক দিনে তৈরি হয়নি। দিনের পর দিন হাড়ভাঙা খাটুনি, আর পরিকল্পনা নিয়ে এত দূর এগিয়েছে।

সেই দলটার ১৮ ফুটবলার নেই বর্তমান দলে। ব্রিটিশ কোচ পিটার বাটলারকে সরিয়ে দেওয়ার বিদ্রোহে ১৮ ফুটবলার খেলবেন না। তাদেরকে ছাড়াই পিটার বাটলারকে দিয়ে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে পাঠানো হয়েছে। প্রথম ম্যাচে হারলেও কোচ হতাশ না। বাফুফেও হতাশ না। মাত্রই অনেকের শুরু। কোচ এসব নিয়ে ভাবছেন না। কেউ যদি সমালোচনা করেনও, তাতেও কোচ তাকিয়ে দেখছেন না। নতুন একটা দল নিয়ে শুরু করলে প্রথম দিনেই সব সাফল্য পাওয়া যায় না। আন্তর্জাতিক ম্যাচ খেলার অনেক সুযোগ রয়েছে। এ বছর নারী সাফে বয়সভিত্তিক খেলা রয়েছে।

আগামী বছর নারী সিনিয়র সাফ রয়েছে। মূলত সেই লক্ষ্য নিয়ে ব্রিটিশ কোচ পিটারকে দুই বছরের জন্য চুক্তি করা হয়েছে। গত সাফের আগে জুনে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলে হেরেছিল বাংলাদেশ। গত অক্টোবর সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ফুটবল দল।