জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি

রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি হয়েছে। এতে এক বন্দুকধারী নিহত হয়েছে। সেইসঙ্গে তিনজন তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ও বার্তাসংস্থা রয়টার্সের রোববারের (২৪ নভেম্বর) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আম্মানের রাবিয়ায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। সে সময় পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হন। এই হামলার বিষয়ে তদন্ত চলছে।

গুলির শব্দ শোনার পর পরই জর্ডানের পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে। দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোলাগুলির পর পরই ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স।

যে এলাকায় হামলা চালানো হয়েছে সেটি ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত হয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল-বিরোধী মনোভাব বেশি থাকায় ওই অঞ্চল জুড়ে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাবেশ হয়ে আসছে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় অভিযক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সে কারণে বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।