জলমা ইউনিয়ন পরিষদের সাথে জলবায়ু সহিষ্ণু স্বল্প কার্বন উৎপাদনকারী টেকসই উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও প্রসারে ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত

সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

জাতির সংবাদ ডটকম।।
আজ সকাল ১১:৩০ টায় ১নং জলমা ইউনিয়ন পরিষদের সাথে জলবায়ু সহিষ্ণু স্বল্প কার্বন উৎপাদনকারী টেকসই উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও প্রসারে ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান বিধান রায়, মেম্বরগন যথাক্রমে অশোক কুমার মন্ডল, মোঃ রেজাউল সরদার, মোঃ শাহিদুল ইসলাম (লিটন), দেবব্রত মল্লিক, পার্থ রায় মিঠু, গৌরাঙ্গ হালদার, সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ পেয়ারা বেগম, তপতী রানী বিশ্বাস, মোসাঃ মনোয়ারা খাতুন, ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব সহকারি ফাল্গুনী হোসেন তৃষা।

এছাড়া ইউনিয়ন পারিষদে কর্মরত বিভিন্ন পর্যায়ের ২০ জন কর্মচারী ও সিডিপি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোকন সিকদার, ফিল্ড ফ্যাসিলিটেটর এসএমএ রহিম, ফিল্ড অর্গানাইজার ইন্দিরা ভট্টাচার্য্য প্রমূখ।

সভায় ধারনাপত্র থেকে মূল বিষয়গুলো তুলে ধরেন খোকন সিকদার, আলোচনায় অংশ নেন ইউপি মেম্বর মোঃ শহিদুল ইসলাম (লিটন), চেয়ারম্যান বিধান রায়। চেয়ারম্যান সাহেব উল্লেখিত বিষয়ে তার পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশস্ত করেন। পরিশেষে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।