জলে ভরা আঁখি 

বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪

 

।। মুন্নি আক্তার ।।

 

আয় তবে দেখি যবে খুলে দাও মন

মনেপ্রাণে ক্ষণে ক্ষণে খুঁজি সারাক্ষণ।

ফুল ফুটে সূর্য ওঠে প্রতি ভোর বেলা

মোর যেন করো কেন এত অবহেলা!

 

বুকে জমে দমে দমে ভব সম ব্যথা

শুনো তবে মনে রবে এই যুগে কথা।

আমি চাই তুমি তাই লুঠে নাও সব

মুছে ফেলে হেসেখেলে করো কলরব।

 

এই আছি নাহি বাঁচি যদি যাই চলে

প্রেম কলি তাই বলি আঁখি টলমলে।

হৃদ ধরা তপ্ত খরা পুড়ে ছারখার

হেরে যায় হায় হায় ললাটে আবার।

 

প্রেম রাশি ভালবাসি মনে ছিল ছল

কল্প কথা এই প্রথা অশ্রুসিক্ত জল।

ভালো থেকো সুখে থেকো তুমি মহাসুখে

তম শোকে ধরা বুকে মরি মরি দুখে।