বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে রিক এর শ্রদ্ধা

বুধবার, আগস্ট ১৬, ২০২৩

 

সৈয়দ সাইফুল করিম:

১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস হিসেবে এই দিনটি কে পালন করা হয়ে থাকে। এ বছরও শোকের মাস পালন উপলক্ষে সরকার নানাবিধ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তার কর্ম এলাকায় উদ্যোগের অংশ হিসেবে বঙ্গবন্ধুর  পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ, মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে রিকের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব আবুল হাসিব খান, উপ পরিচালক দীপক রঞ্জন চক্রবতীর্, সহকারী পরিচালক নজরুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ