আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপের তীব্র সমালোচনা করেছে রাশিয়া ও চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ওয়াশিংটনের এমন আচরণকে ‘আগ্রাসী’ এবং ‘ভীতি প্রদর্শন’ হিসেবে অভিহিত করেছে দেশ দুটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষমতা ছাড়াই এখন মাদুরোর জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।
এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলা সরকারের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে রাশিয়া, আর যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে চীন।
সোমবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, মাদুরো যদি শক্তি প্রদর্শনের চেষ্টা করেন, সেটাই হবে তার শেষ ভুল। এরই মধ্যে ভেনেজুয়েলার তেল খাতের ওপর নিয়ন্ত্রণ নিতে মার্কিন কোস্টগার্ড অভিযান চালিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে, যাতে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল রয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, এই তেল ও জাহাজ আর ফেরত দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র চাইলে এগুলো কৌশলগত মজুদে ব্যবহার বা বিক্রি করতে পারে। ভেনেজুয়েলার অভিযোগ, এটি আন্তর্জাতিক জলদস্যুতা। মাদুরো পালটা ভাষণে ট্রাম্পকে নিজের দেশের সমস্যায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
রাশিয়া ও চীন এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে।