জাতির সংবাদ ডটকম।।
‘বাংলা এফএম’—বাংলার কণ্ঠস্বর এই শ্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে কাজ করে আসা বাংলা এফএম জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী সরকারি নিবন্ধন লাভ করেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে বাংলা এফএম-কে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়েছে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত সনদে বলা হয়, সরকার নির্ধারিত সকল শর্তাবলী যথাযথভাবে মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের ওপর।
দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করে আসছে বাংলা এফএম-এর অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগ। প্রতিদিন কয়েক লাখ পাঠক ও দর্শক বাংলা এফএম-এর সংবাদ পড়ছেন ও দেখছেন, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক বলেন, “এই সরকারি অনুমোদন আমাদের কাজের ক্ষেত্রকে যেমন আরও বিস্তৃত করেছে, তেমনি দেশ ও জাতির প্রতি আমাদের দায়বদ্ধতাও বহুগুণে বাড়িয়েছে। আগামী দিনে সংবাদ প্রকাশে আমরা আরও দায়িত্বশীল, সৃজনশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
বাংলা এফএম-এর প্রকাশক আনোয়ার মুরাদ বলেন, “বাংলা এফএম-এর এই নিবন্ধন আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও কাজের স্বীকৃতি। এই অনুমোদন প্রাপ্তিতে বাংলা এফএম-এর প্রতিটি সদস্য, শুভানুধ্যায়ী এবং পাঠক-দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।