
জাতির সংবাদ ডটকম।।
আজ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী। দুঃখকে চিরসাথী করে পথচলা নজরুল বা দুখু মিয়ার জীবন সংগ্রাম আর তার সৃষ্টি কর্ম আমাদের প্রেরণার বাতিঘর। বহুমুখী প্রতিভার আধার কাজী নজরুল ইসলামকে সবাই কবি স্বীকৃতি দিলেও তার কর্মময় জীবন শাখা প্রশাখায় বিস্তৃত। প্রায় ৩ সহস্রাধিক গান নজরুল গীতি হিসাবে প্রতিষ্ঠিত, প্রসিদ্ধ।
আজকের এই দিনে কবির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি)’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যাবিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কাজী নজরুল ছিলেন বিপ্লবের আর বিদ্রোহের কবি। তার সেই বিপ্লবী চিন্তা আজও বাংলাদেশের মানুষকে মুক্ত করে সকল ফ্যাসীবাদের কবল থেকে। তারা বলেন, “বল বীর বল উন্নত মম শির” মাত্র ২২ বছর বয়সে রচনা করেন নজরুল। ” কারার ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল কররে লোপাট ” জালিম শাসকের বিরুদ্ধে আজও অনুপ্রেরণার উৎস। ” মোরা একই বৃন্তে দুটি ফুল হিন্দু মুসলমান।” বলে ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অমোঘ বাণী উচ্চারণ করেন তিনি। গাহি সাম্যের গান একমাত্র নজরুলের লেখনীতে বাঙ্ময় হয়েছে। শিশুদের ছড়া সাহিত্য কে তিনি অন্যরকম উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। ইসলামী গজল, হিন্দুদের কীর্তন রচনায়ও তিনি অনবদ্য সৃষ্টিশীলতার পরিচয় রেখেছেন। ” ও মোর রমজানের ই রোজার শেষে এলো খুশীর ঈদ” গানটি না শুনলে কোন বাঙ্গালি মুসলমানের হৃদয়ে রোজার ঈদের আনন্দ অনুভূত হয়না।
১৯৭২ সালে শেখ মুজিবর রহমান বাক শক্তিহীন অসুস্থ কবিকে বাংলাদেশে নিয়ে আসেন। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। আর অসুস্থ কবির মৃত্যু হয় সে বছরই ২৭ আগষ্ট পিজি হাসপাতালে।
” মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই”
কবির শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছে। কবি গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনছেন।
সাম্য, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবসে এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই।
অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। কাজী নজরুল ইসলামের অমর বাণীকে বুকে ধারণ করে তরুণ প্রজন্ম এবি পার্টির পতাকাতলে দেশবাসী ঐক্যবদ্ধ হবেন সেই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। তাঁরা কবি’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।