
মোঃ মোহন আলী :
“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”এমন প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) ৬ অরফানেজ রোড বকশিবাজার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা প্রধান কার্যালয়,৬১তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বকশিবাজার সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংস্থার কার্যালয় এসে শেষ হয়।
পরে সংস্থার সামনে’সাদাছড়ির নিশ্চিত ব্যবহার,এ দিবসের অঙ্গিকার’এর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে”
আইয়ুব আলী হাওলাদার সঞ্চালনায়”প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন”জনাব জিল্লুর রহমান”অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ডিএমপি ঢাকা”বিশেষ অতিথি’শেখ আশরাফুজ্জামান ভারপ্রাপ্ত কর্মকর্তা চকবাজার বাজার মডেল থানা”রাফিয়া আবেদিন”সমাজকল্যাণ সম্পাদক ঢাকা লেডিস ক্লাব”সহ সংস্থার কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় ১ হাজারের অধিক দৃষ্টি প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় জনাব জিল্লুর রহমান”অতিরিক্ত পুলিশ কমিশনার জানান”ডিএমপির সকল ট্রাফিক পুলিশ দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলে সার্বিক সহযোগিতা করবেন।এছাড়া অন্যান্য বক্তারা জানান। দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতায়”তারাও সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন।
অনুষ্ঠানে”প্রতিবন্ধীরা বাংলাদেশ সরকারের কাছে চারটি দাবি তুলে ধরেন দাবি সমূহ গুলো হল”১. সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজার, সংস্থাটির প্রধান কার্যালয় বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা।
২.প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা।৩.যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।৪.অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে,ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করুন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের পথের প্রতিক সাদাছড়ি বিতরণ ও আগত সকল প্রতিবন্ধীকে আর্থিক সহযোগিতা করেন সংস্থাটি।