জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশের বিভিন্ন মার্কিন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তিনি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদারের নতুন সুযোগ নিয়ে আলোচনা করেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা, ইমিগ্রেশনসংক্রান্ত ইস্যু (বিশেষ করে ভিসা বন্ড ও যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের প্রত্যাবাসন), বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত আসন্ন জাতীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর এরিক জিলান উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে স্বাগত জানান।