বেরোবি প্রতিনিধি।।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চলতি মাসে ব্রাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক। তিনি বলেন, শিক্ষার্থীদের মতামত ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যাতে ভোটগ্রহণ নিয়ে কোনো বিভ্রান্তি বা অসুবিধা না থাকে, সে বিষয়টি গুরুত্ব দিয়েই তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে নির্ধারিত সময় অনুযায়ী এই মাসেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি থাকলেও জাতীয় নির্বাচন ও সার্বিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। ফলে ব্রাকসু নির্বাচন ফের পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হলো ২৫ ফেব্রুয়ারি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়ে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।