জাতির সংবাদ ডটকম।।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ আর নেই। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মীরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বর্ষীয়ান সাংবাদিক আহসান উল্লাহ ১৯৬২ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে সাংবাদিকতা শুরু করেন। স্বাধীনতার পর বাংলার বাণী, ভারত বিচিত্রা, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং সর্বশেষ দৈনিক জনতার সম্পাদক হিসেবে কাজ করেছেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এক বিবৃতিতে আহসান উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।