জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে জামায়াতের আলোচনা সভা

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

 

 

মিরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে মিরসরাই উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরুল কবীর। মিরসরাই পৌরসভা জামায়াতের রোকন মিঠুন আলীর সঞ্চালনায় ও মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা একরামুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন পৌরসভার অফিস সেক্রেটারি এস এম জাকারিয়া।

 

মিরসরাই উপজেলার ( ৯-১৬ ) নং ইউনিয়ন ও মিরসরাই পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই উপজেলা শাখা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে অংশ নেন।

 

বক্তারা বলেন, ৫আগস্ট গন অভ্যুর্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা পালিয়েছে। এখনো দেশের রন্ধ্রে রন্ধ্রে তার রেখে যাওয়া খুনীরা বসে ষড়যন্ত্র করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরাজিত অপশক্তি যেন আবার ফিরে আসতে না পারে সেদিকে সতর্ক নজর রাখতে হবে । জাতির প্রত্যাশা পুরনের জন্য একটি জনকল্যাণমূখী রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।