মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ মিরসরাই উপজেলায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণে পালিত হয়েছে ।
গত শনিবার ১৩ মে সকালে উপজেলা পর্যায়ে উপস্থিত বক্তব্যে প্রথম স্থান অর্জন করে আরমান রশিদ। সে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ছাত্র ।
৫ম শ্রেনী থেকে আরমান স্কুল পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বরাবরই প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করে আসছে।
আরমান জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে মেধা তালিকায় কাংখিত ফলাফল অর্জন করে।
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব জানান, আরমান খুবি মেধাবী ছাত্র। অতীত থেকে তার লেখাপড়া ও প্রতিযোগিতায় অংশগ্রহনের ফলাফল ভালো। এ জন্যই কলেজে এতোগুলো শিক্ষার্থীদের মধ্যে আমি তাকেই বাঁচাই করেছি। সে ধারাবাহিকতা ধরে রাখলে জেলা পর্যায়ে আরো ভালো করতে পারবে বলে আমি আশাবাদী ।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী জানান, অনেকগুলো কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ নিয়েছে। তাদের মধ্যে আরমান প্রথম হয়েছে। আমি তার জন্য এবং তার প্রতিষ্ঠানের শিক্ষকদের ধন্যবাদ জানাই।
আরমান জানান, আমি সকলের দোয়ায় ৫ম শ্রেণি থেকে এ পর্যন্ত বরাবরই ১ম স্থান অধিকার করেছি। এই জন্য আল্লাহর রহমত এবং আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে ও সকলের দোয়ায় জীবনের কাংখিত লক্ষ পুরনে এগিয়ে যেতে চাই।
আরমানের বাবা হারুন রশিদ জানান, আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় আরমান বরাবরই বিতর্ক ও উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করে আসছে। তার জন্য সকলের দোয়া কামনা করছি।
আরমান রশিদ শিকার জনার্দ্দনপুর গ্রামের মোঃ হারুন রশিদ ও পারভীন দম্পতির সন্তান ।