জাতির সংবাদ ডটকম।।
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত “১৫ই আগস্ট জাতীয় শোক দিবস” উপলক্ষে স্মরণ ও আলোচনা সভা।
শনিবার বিকেলে রাজধানীর
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জাফর উল্লাহ, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুব উল আলম হানিফ, এমপি যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কে, এম আযম খসরু, সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।
বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন মিয়া, সহ সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, মোঃ মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ মোঃ সহিদ ডাকুয়া, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, মোঃ আকতার হোসেন,যুগ্ম আহ্বায়ক, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুর রাজ্জাক মাদবর, সদস্য সচিব জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আজিজুল হাকিম আহ্বায়ক জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর। ঢাকা দক্ষিণ, উত্তর এবং বিভিন্ন থানা থেকে জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।