জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে

রবিবার, আগস্ট ৩১, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।
‎অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।


‎রোববার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানীর যমুনায় নিজ বাসভবনে বিএনপি, জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে এই বার্তা দেন তিনি।

‎বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

‎ তিনি জানান, “প্রধান উপদেষ্টা বৈঠকে অংশ নেওয়া প্রতিটি দলের নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন যে, নির্বাচনের বিষয়ে তার জাতির উদ্দেশে দেওয়া ঘোষণাই চূড়ান্ত। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারির শুরুতেই একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

‎শফিকুল আলম আরও বলেন, “নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই এমনটাই স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা। কেউ যদি নির্বাচন এড়িয়ে অন্য কোনো পথের কথা চিন্তা করেন, সেটি জাতির জন্য হবে অত্যন্ত বিপজ্জনক।”

‎তিনি জানান, বৈঠক চলাকালে ঐকমত্য কমিশনের প্রধান ড. আলী রীয়াজ “জুলাই সনদ” নিয়ে অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

‎জাতীয় পার্টির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন। তবে এ বিষয়ে তিনি নিজে কোনো মতামত প্রকাশ করেননি।