জাপানি ও মাল্টিন্যাশনাল কোম্পানির অংশগ্রহণে এটিবি জবস আয়োজিত বৈশ্বিক চাকরির মেলা

সোমবার, আগস্ট ১৮, ২০২৫

জাতির সংবাদ ডটকম।।

‎বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও মাল্টিন্যাশনাল কোম্পানির অংশগ্রহণে এটিবি জবস আয়োজিত বৈশ্বিক চাকরির মেলা উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎শীর্ষস্থানীয় জাপানিজ এবং মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোর উদ্যোগে আগামী ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটিবি জবস-জব ফেয়ার।

‎এই কর্মমেলার মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের সাথে জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে সেতুবন্ধন করা ও চাকুরির সুযোগ করে দেয়া।

‎এছাড়াও জাপান সরকারের Specified Skilled Worker (SSW) প্রকল্পের আওতায় কাজ করা কয়েকটি কোম্পানি থাকবে।

‎এ ধরনের মেলা এ দেশে এই প্রথম। এই মেলা দেশের বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে, বিশেষত আন্তর্জাতিক কোম্পানিগুলোতে চাকুরি সুযোগ পাওয়া যাবে।

‎একই সাথে সরাসরি জাপানে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে যাতে রেমিট্যান্স যোদ্ধার পরিমাণ বাড়বে যা নতুন বাংলাদেশের আয় ও প্রবৃদ্ধির সহায়ক হবে।

‎এই মেলায় অংশগ্রহণ করা জাপানি এবং মাল্টিন্যাশনাল নিয়োগকারী প্রতিষ্ঠান গুলো সরাসরি চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন এবং যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিত করবেন।

‎অত্র অনুষ্ঠানে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুকি কাতাওকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

‎এছাড়াও এই মেলায় ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (JBCCI) এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

‎ইভেন্টের বিবরণ:

‎আয়োজক atB Jobs

‎অংশগ্রহণে স্বনামখ্যাত জাপানী ও মাল্টিন্যাশনাল বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান

‎তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার

‎সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

‎স্থান আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)