
জাতির সংবাদ ডটকম।।
বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও মাল্টিন্যাশনাল কোম্পানির অংশগ্রহণে এটিবি জবস আয়োজিত বৈশ্বিক চাকরির মেলা উপলক্ষে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শীর্ষস্থানীয় জাপানিজ এবং মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোর উদ্যোগে আগামী ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটিবি জবস-জব ফেয়ার।
এই কর্মমেলার মূল উদ্দেশ্য হলো চাকরিপ্রার্থীদের সাথে জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সাথে সেতুবন্ধন করা ও চাকুরির সুযোগ করে দেয়া।
এছাড়াও জাপান সরকারের Specified Skilled Worker (SSW) প্রকল্পের আওতায় কাজ করা কয়েকটি কোম্পানি থাকবে।
এ ধরনের মেলা এ দেশে এই প্রথম। এই মেলা দেশের বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে, বিশেষত আন্তর্জাতিক কোম্পানিগুলোতে চাকুরি সুযোগ পাওয়া যাবে।
একই সাথে সরাসরি জাপানে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে যাতে রেমিট্যান্স যোদ্ধার পরিমাণ বাড়বে যা নতুন বাংলাদেশের আয় ও প্রবৃদ্ধির সহায়ক হবে।
এই মেলায় অংশগ্রহণ করা জাপানি এবং মাল্টিন্যাশনাল নিয়োগকারী প্রতিষ্ঠান গুলো সরাসরি চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন এবং যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিত করবেন।
অত্র অনুষ্ঠানে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজুকি কাতাওকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়াও এই মেলায় ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (JBCCI) এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।
ইভেন্টের বিবরণ:
আয়োজক atB Jobs
অংশগ্রহণে স্বনামখ্যাত জাপানী ও মাল্টিন্যাশনাল বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান
তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার
সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
স্থান আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)