আবুল কাশেম জামালপুর জেলা প্রতিনিধিঃ
মাদারগঞ্জ উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ যমুনা হলরুমে এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেসি কর্মশালায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ব্র্যাক এর মাইগ্রেশন প্রোগ্রামার আরিফুল ইসলামের উপস্থাপনায় ও উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
তিনি বলেন, বিদেশ ফেরত ও গমন ইচ্ছুকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে জানা দরকার আছে। বক্তব্যে তিনি আরও বলেন, আমি নিজে প্রায় ৮০০০ অভিযোগের নিষ্পত্তি করেছি। তন্মধ্যে ২০০০ ছিল অভিবাসন সংক্রান্ত। কিন্তু দুঃখজনক হলো এর ২০% ও সুষ্ঠুভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এর প্রধান কারণ হলো বিদেশ যাওয়ার আগে সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই না করা। অতএব অবশ্যই দক্ষ হয়ে সবকিছু বুঝে শুনে বিদেশ যাওয়া দরকার। কেননা রেমিটেন্স আমাদের দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মনির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান, সমসাদ আরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, মোস্তাফিজুর রহমান (সাজু),সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক,মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন,দারিদ্র বিমোচন কর্মকর্তা ওয়ালীউল্লাহ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।