জামালপুর প্রতিনিধিঃ-
টেকসই উন্নয়নে মৎস্য সম্পদ রক্ষা ও মৎস্য আইন বাস্তবাবায়ন শীর্ষক কর্মশালা ৯ নভেম্বর বেলা ১১ ঘটিকায় জেলা মৎস্য ভবনে অনুষ্ঠিত হয়।জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজন করেছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল।মুল প্রবন্ধ উপস্থাপনা করেন মৎস্য অধিদপ্তরের জেলা কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মেলান্দহ মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান, জেলা মৎস্য বীজ উৎপাদন কর্মকর্তা রেজাউল করিম, জেলা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ। কর্মশালায় মৎস্য আইন, মৎস্য সম্পদ রক্ষা, নিরাপদ খাদ্য বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। অপরদিকে
মেলান্দহে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহে গৃহবধূ সুমনা আক্তার (৩০)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯ নভেম্বর বেলা ১১টার দিকে লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরণ করেছে। সুমনা আক্তার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের সউদী প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী এবং একই ইউনিয়নের পাছপয়লা গ্রামের বাদশা মিয়ার কন্যা। তাদের ঘরে ৭ বছরের আ: রহমান ও আ: রহিম নামে দুই জমজ সন্তান আছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় সুমনা নিজ ঘরে ঘুমায়। পরদিন সকালে তার কোন সাড়া না পেয়ে খোঁজ নিতে গেলে ঘরের ধর্ণার সাথে উড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মুহুর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে চারদিকে হইচই পড়ে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেমের রিপোর্টের পর ব্যবস্থা নেয়া হবে।