জামালপুরে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষাবৃত্তির টাকা বিতরন

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩

 

 

আবুল কাশেম জামালপুরঃ-

দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এ শ্লোগান সামনে রেখে জামালপুর দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বুধবার দুদক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা।

সকাল ১১টায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য সাযযাদ আনসারী, মনোয়ারা খানম, দেওয়ানগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, সরিষাবাড়ি উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আন্নু মিয়া, জেলা দুদকের সহকারী পরিচালক রুহুল আমিন, কামরুজ্জামান, শিক্ষার্থী পুজা প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৪ জন মেধাবী ও অস্বচ্ছল ছাত্র, ছাত্রীর মাঝে প্রতিজনকে ১২ হাজার টাকা করে এককালীন বৃত্তির টাকা দেয়া হয়। এছাড়া শিক্ষা উপকরণ হিসেবে প্রতিজনকে জ্যামেতি বক্স, খাতা, স্কেল ও ছাতা দেয়া হয়। প্রথম পর্যায়ে প্রতি উপজেলায় দুইজন করে শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় আনা হয়।

শিক্ষার্থীরা বৃত্তি ও উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সততা সংঘকে শক্তিশালী করে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।